প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবিতে তিন ক্যাম্পাসে তালা

‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, আজ অবস্থান কর্মসূচি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের পদত্যাগের দাবিতে নগরে অবস্থিত তিনটি ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে ফটকে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন তারা। এর আগে বেলা ১১টা থেকে উপাচার্য অনুপম সেন, উপউপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা।

জানা যায়, গতকাল বিক্ষোভ সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে তিন শিক্ষকের পদত্যাগের জন্য এক ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনেরও দাবি জানান। দাবি পূরণ না হওয়ায় বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়, হাজারী গলি ও ওয়াসা মোড় ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে দেন। এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়টির হাজারি গলি ক্যাম্পাসের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে উপাচার্য, উপউপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ওয়াসা ক্যাম্পাস হয়ে জিইসি মোড় ক্যাম্পাসে আসেন তারা। সেখানে ফের জড়ো হয়ে দিনভর বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ, সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, জোবায়েরুল আলম, তৌহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করা আইন বিভাগের শিক্ষার্থী বাইত উল্লাহ বায়াত, প্রান্ত বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচির বিষয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাইত উল্লাহ বায়াত আজাদীকে বলেন, আমাদের আন্দোলন চলমান রয়েছে। আগামীকাল (আজ) অবস্থান কর্মসূচি হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমাদের এই আন্দোলন চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে দুই কৃষককে অপহরণ, উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ ২
পরবর্তী নিবন্ধসৌরশক্তিতে পিএইচপি ফ্যামিলির বিদ্যুৎ উৎপাদন শুরু