প্রিমিয়ার জিইসি মোড় ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। এসময় উপস্থিত ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, সহযোগী অধ্যাপক কহিনুর আকতার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী ও ফিমেল কমনরুম বিষয়ক কমিটির সদস্যবৃন্দ। উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, নারী শিক্ষার্থী যারা আছেন তাদের দৈনন্দিন অন্যান্য স্বাভাবিক কার্যকলাপের পাশাপাশি শুধুমাত্র নারীদের উপস্থিতি থাকবে এমন জায়গায়ও কিছু সময় অতিবাহিত করা জরুরি। এই দৃষ্টিকোণ থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে ফিমেল কমনরুম খুবই প্রয়োজনীয়। আজকে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই ভবনে যেকমনরুম উদ্বোধন করলাম, তার পরিসর ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধচুয়েট মেকাট্রনিক্স বিভাগের উদ্ভাবন প্রতিযোগিতা ৮ মে