প্রিমিয়ার ক্রিকেটে ফেভারিটের মত সূচনা মুক্তিযোদ্ধার

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ঠিক ফেবারিটের মতই চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। লিগের আগে দলবদলে যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছিল দলটি, লিগের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে তা পরিস্কার প্রমাণ করে দেখিয়েছেন দলটির ক্রিকেটাররা। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্রেন্ডস ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং সহজ জয় পাইয়ে দেয় দলটিকে। সকালে টসে জিতে ফ্রেন্ডস ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছিল মুক্তিযোদ্ধা অধিনায়ক। তাদের দুই ওপেনার দলকে দারুন সূচনা এনে দিয়েছিল। সৌরভ এবং রবিন মিলে যোগ করেন ৫৪ রান। ১৮ রান করা রবিনকে ফিরিয়ে এ জুটি ভাঙ্গেন জাওয়াদ। ৭০ রানের মাথায় অপর ওপেনার সৌরভকেও ফেরান জাওয়াদ। ৫৫ বলে ৪৪ রান করেন এই ওপেনার। এরপর বলতে গেলে ফ্রেন্ডস ক্লাবের পক্ষে একাই লড়াই করে যান উদয় ভুইয়া। অপরপ্রান্তে তাকে কেউই তেমন সঙ্গ দিতে পারেনি। মুক্তিযোদ্ধা বোলারদের বলতে গেলে একাই শাসন করেছেন উদয়। খেলেছেন ৯২ বলে ৮৬ রানের অপরাজিত এক ইনিংস। যার উপর ভর করে ২০৪ রান সংগ্রহ করে ফ্রেন্ডস ক্লাব। এছাড়া আকিব আলি ১৭, ফারদিন খান ১২ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। মুক্তিযোদ্ধার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শহীদুল এবং জাওয়াদ।

২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুক্তিযোদ্ধার দুই ওপেনার ইফতি এবং আল আমিন দলকে বেশ ভাল সূচনা এনে দেন। ৬৮ রানের জুটি গড়েন দুজন। ৩০ রান করে ইফতি ফিরলে ভাঙ্গে এজুটি। দ্বিতীয় উইকেটে আল আমিন এবং রাফসান মিলে যোগ করেন আরো ৬৯ রান। ৫০ বলে ৪২ রান করে ফিরেন রাফসান। ৫টি চার এবং একটি ছক্কা মেরেছেন তিনি। এরপর অধিনায়ক সাজ্জাদুল হক রিপন এসে যোগ দেন আল আমিনের সাথে। তবে এ দুজন ১৯ রানের বেশি যোগ করতে পারেননি। নিজের হাফ সেঞ্চুরি তুলে নেওয়া আল আমিন ১০৫ বলে ৫টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৬৪ রান করে ফিরেন আল আমিন। হাফ সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেন রিপনও। ৫০ বলে ৪২ রানের ইনিংসটিতে ২টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন মুক্তিযোদ্ধা অধিনায়ক। এরপর ইমরুল এবং ইনজামাম মিলে ম্যাচ শেষ করে আসেন ১৭ বল এবং ৬ উইকেট হাতে রেখে। ইমরুল ১২ রানে এবং ইনজামাম ৬ রানে অপরাজিত ছিলেন। দারুন জয় দিয়ে লিগ শুরু করতে পারায় দারুন খুশি মুক্তিযোদ্ধার খেলোয়াড় কর্মকর্তারা। তারা বলেন শুরুটা জয় দিয়ে করতে পারাটা আনন্দের। এখন সামনের ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা করে মাঠে নামবে তারা। প্রতিটা ম্যাচকে গুরুত্ব দিয়ে এগুতে চায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আজকের খেলায় অংশ নেবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং সিটি কর্পোরেশন একাদশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের সম্ভাবনাময় ক্রিকেটার অন্বেষণ ও ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধইউক্রেনের সঙ্গে একত্মতা প্রকাশ করে কিয়েভে ৪ পশ্চিমা নেতা