প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগে ৮টি খেলার নিস্পত্তি

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগে গতকাল মঙ্গলবার ৮টি খেলার নিস্পত্তি হয়েছে। প্রিমিয়ার বিভাগের খেলায় কর্ণফুলী ক্লাব ৩১২৭ পয়েন্টে ফায়ার সার্ভিস স্পোর্টিং ক্লাবকে, শহীদ শাহজাহান সংঘ ২০১৫ পয়েন্টে স্টার ক্লাবকে, কাস্টমস স্পোর্টস ক্লাব ৭১০৪ পয়েন্টে সিটি ক্লাবকে এবং ফ্রেন্ডস ক্লাব ২৫১৬ পয়েন্টে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এছাড়া ১ম বিভাগ লিগের খেলায় মাদারবাড়ি উদয়ন সংঘ ৩২২২ পয়েন্টে চবক ক্রীড়া সমিতি (সাদা), ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৪৬০৮ পয়েন্টে মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবকে, আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ৩৯২৭ পয়েন্টে বঙিরহাট ইয়ংম্যান্স ক্লাবকে এবং ইয়ং স্টার ব্লুজ ৪২২০ পয়েন্টে উল্লাস ক্লাবকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধকানাডার চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ যাবেন তিশা-শুভ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি কম্পিউটার সাইয়েন্স বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন