চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগে গতকাল মঙ্গলবার ৮টি খেলার নিস্পত্তি হয়েছে। প্রিমিয়ার বিভাগের খেলায় কর্ণফুলী ক্লাব ৩১–২৭ পয়েন্টে ফায়ার সার্ভিস স্পোর্টিং ক্লাবকে, শহীদ শাহজাহান সংঘ ২০–১৫ পয়েন্টে স্টার ক্লাবকে, কাস্টমস স্পোর্টস ক্লাব ৭১–০৪ পয়েন্টে সিটি ক্লাবকে এবং ফ্রেন্ডস ক্লাব ২৫–১৬ পয়েন্টে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এছাড়া ১ম বিভাগ লিগের খেলায় মাদারবাড়ি উদয়ন সংঘ ৩২–২২ পয়েন্টে চবক ক্রীড়া সমিতি (সাদা), ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৪৬–০৮ পয়েন্টে মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবকে, আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ৩৯–২৭ পয়েন্টে বঙিরহাট ইয়ংম্যান্স ক্লাবকে এবং ইয়ং স্টার ব্লুজ ৪২–২০ পয়েন্টে উল্লাস ক্লাবকে পরাজিত করে।