প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিএলও-পিএলও অ্যাটেইনমেন্ট বিষয়ে কর্মশালা

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলআইকিউএসির উদ্যোগে গত ৮ এপ্রিল সিএলওপিএলও অ্যাটেইনমেন্ট পলিসি ইনস্টলেশন ইন পিইউএআইএস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল বক্তা ছিলেন আইকিউএসিপ্রিমিয়ার ইউনিভার্সিটির ডিরেক্টর প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। আউটকামবেইসড এডুকেশন (ওবিই) বাস্তবায়নের অংশ হিসেবে ড. আসিফ কোর্স লার্নিং আউটকাম (সিএলও) এবং প্রোগ্রাম লার্নিং আউটকাম (পিএলও)-র মধ্যে সঠিক সামঞ্জস্য স্থাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, সিএলও অর্জন নির্ধারণের জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন কুইজ, বিভিন্ন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এবং ল্যাবএর মাধ্যমে করা হয়। সেখান থেকে সিএলওপিএলও ম্যাপিংএর মাধ্যমে পিএলও নির্ণয় করা হয়। তিনি পরিসংখ্যানগুলো প্রিমিয়ার ইউনিভার্সিটি অ্যাকাডেমি ইনফরমেশন সিস্টেম (পিইউএআইএস) প্ল্যাটফর্মে অটোমেটেডভাবে বিশ্লেষণ করার পদ্ধতি ব্যাখ্যা করেন। তিনি বলেন, এতে শিক্ষকদের সহায়ক হিসেবে ডিজিটাল টুলসের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আউটকামবেইসড এডুকেশনএর সঠিক বাস্তবায়ন সম্ভব।

. আসিফ কর্মশালায় ডাইরেক্ট অ্যাটেইনমেন্ট মডেল ও ইনডাইরেক্ট অ্যাটেইনমেন্ট মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বলেন, ডাইরেক্ট মডেলে শিক্ষার্থীদের নম্বরভিত্তিক পারফরম্যান্সের মাধ্যমে সিএলও অর্জন নির্ধারণ করা হয়। পরবর্তীভাবে, ইনডাইরেক্ট মডেলএর মাধ্যমে শিক্ষার্থীদের ফিডব্যাক, কোর্স এঙিট সার্ভে, গ্র্যাজুয়েট ফিডব্যাক এবং নিয়োগকর্তাদের মতামত সংগ্রহ করা হয়, যা শিক্ষার ফলাফল মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আন্তর্জাতিকভাবে ব্যবহৃত ডাইরেক্ট অ্যাটেইনমেন্ট মডেল: অ্যাকিউমুলেটিং, কালমিনেটিং, ডোমিনেটিং এবং কমপ্রিহেনসিভ কালমিনেটিং এই চারটি মডেল নিয়ে আলোচনা করেন। কর্মশালাটি হাতেকলমে ডেমো ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন আইকিউএসিপ্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর মোহাম্মদ মঈনুল হক এবং অতিরিক্ত পরিচালক (কিউএ) মোহাম্মদ ইফতেখার মনির। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ছয়টি বিভাগ, ব্যবসায় প্রশাসন, সিএসই, ইংরেজি, আইন, অর্থনীতি এবং ইইইএর সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটিসমূহের সদস্যরা। কর্মশালাটি শিক্ষকদের মধ্যে সহযোগিতা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে জানান অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ। তারা আশাবাদী যে আইকিউএসি ও সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটিসমূহের যৌথ প্রচেষ্টা প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন অর্জনে সহায়তা করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশারজায় হযরত আহমদ ছাফা ইবতেদায়ী মাদ্রাসার ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধকলাউজানে পুলিন বিহারী মেমোরিয়াল মেধাবৃত্তি প্রদান