প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার

| শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. .কে.এম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ও প্রফেসর ড. গিয়াস উদ্দীন (চেয়ারম্যান, সেন্ট্রাল শরীআহ বোর্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড)

প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. .কে.এম আব্দুল কাদের বলেন, রাসূল (সা.) যুবকদের খুবই গুরুত্ব দিয়েছেন। কারণ তারা ইতিহাস পরিবর্তন করতে পারে, ইতিহাস রচনা করতে পারে। ইসলামের জিহাদগুলোতে যুবকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধেও আমরা যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাসিফুল আবরার রাসিফের সঞ্চালনায় সেমিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবালসহ অন্যান্য শিক্ষকশিক্ষিকাবৃন্দ ও বিপুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনার শেষে ২০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে অর্থসহ কোরান বিতরণ করা হয়। এরপর ইফতারের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় নগরে আরও ৪১ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসমাজের শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে