প্রিমিয়ার ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের কর্মশালা

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘Learning Data Analysis with SPSS: Key Concepts and Techniques’ শীর্ষক একটি কর্মশালা সম্প্রতি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ দে। এই কর্মশালায় শিক্ষার্থীদের জন্য SPSS সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডাটা বিশ্লেষণের বিভিন্ন মৌলিক ও উন্নত বিষয় শেখানো হয়। কর্মশালার মূল আলোচ্য বিষয়গুলো ছিল Data entry, Coding, Data import, Descriptive statistics & Frequency distribution, Outliers, Creating charts, Correlation analysis, Multiple linear regression analysis, Multicollinearity test ইত্যাদি। কর্মশালায় বিভাগের বি এস এস প্রোগ্রামের পঞ্চম সেমিস্টারের সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। শেষে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের মানববন্ধন
পরবর্তী নিবন্ধসাভারে সমাহিত মাহমুদুরই বিএনপি নেতা হারিছ চৌধুরী