প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো ক্যালি রয়স্টার খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেছেন। তিনি এই বিভাগে এক বছর শিক্ষকতা করবেন। ক্যালি রয়স্টার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির টেসল ইন্সট্রাক্টর। তিনি ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটি থেকে লিংগুইস্টিক্স–এ ব্যাচেলর ডিগ্রি ও কর্নারস্টোন ইউনিভার্সিটি থেকে টেসল–এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












