শৈবাল দাশ সুমন, ২১ নং ওয়ার্ড : ২১ নং জামালখাল ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন গতকাল শুক্রবার নৌকা ও ঠেলাগাড়ি প্রতীকের সমর্থনে আসকার দীঘি পূর্ব, পশ্চিম ও শতদল ক্লাব এলাকায় গণসংযোগ চালিয়েছেন। এসময় তিনি ২৭ জানুয়ারি সবাইকে নৌকা ও ঠেলাগাড়ী মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
ওয়াসিম উদ্দিন, ১৩নং ওয়ার্ড : কাউন্সিলর পদপ্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী আমবাগান এলাকায় গণসংযোগ করেন। তিনি বাদে জুমা মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আপনারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আসন্ন চসিক নির্বাচনে মেয়ের পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর নৌকা আর লাটিম মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
৯নং উত্তর পাহাড়তলী, জহুরুল আলম জসিম : কাউন্সিলর পদপ্রার্থী জহুরুল আলম জসিমের তার মিষ্টি কুমড়ার সমর্থনে গতকাল শুক্রবার নগরীর মধ্যম জানারখীল, বি ব্লক, উত্তর জানারখীল, ডি ব্লক শাপলা আবাসিক, রুপনগর আবাসিক, সাতরং আবাসিক ও সিটি গেইট সংলগ্ন এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষে নান্দনিক চট্টগ্রাম গড়তে ও নগরবাসীর অধিকার নিশ্চিতকরণ, গ্রিন ও ক্লিন সিটিকে আরও অগ্রসর করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে আমাকে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দিন।
আবদুল কাদেরের পক্ষে সহধর্মিনী নুসরাত জাহান : নৌকা ও ব্যাডমিন্টন প্রতীকে গণসংযোগ করেছেন ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আবদুল কাদেরের স্ত্রী নুসরাত জাহান। তিনি বলেন, একটি মহল চক্রান্ত করে আমার স্বামীকে নির্বাচন থেকে দূরে রাখতে মামলায় জড়িয়েছেন। তিনি সকলের প্রতি আবদুল কাদেরের মুক্তির জন্য দোয়া কামনা করেন ও ভোট চান।
বিবি মরিয়ম, ২৮, ২৯ ও ৩৬ নং ওয়ার্ড : ২৮, ২৯ ও ৩৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী অধ্যাপিকা বিবি মরিয়মের চশমা প্রতীকের সমর্থনে গতকাল শুক্রবার সকাল থেকে গণসংযোগ করেন। স্বাধীনতা নারী শক্তির স্বতন্ত্র প্রার্থী বিবি মরিয়ম ২৯ নং ওয়ার্ডের পার্বতী ফকির পাড়াসহ কয়েকটি এলাকায় ভোটারদের বাসায় বাসায় গিয়ে কুশালাদি বিনিময় করেন। এ সময় তিনি নারীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, দিবস দাশ, শ্যামল, সুমন দত্ত, ফরিদা আলম, জুলেখা আক্তার, পুনম দাশ, রত্না, শ্যামলী প্রমূখ।
এইচ এম সোহেল, ২৭ নং ওয়ার্ড : আগ্রাবাদ সিডিএ আবাসিক, বলির পাড়া ও আবিদার পাড়ায় এলাকায় ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এইচ এম সোহেল। এ সময় তাঁর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১নং দক্ষিণ পাহাড়তলী, ইকবাল হোসেন : ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন রাশেদের রেডিও মার্কা প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন। গত ২১ জানুয়ারি সেকান্দর কলোনী, আকবর শাহ কলোনী, বড়ই তলা, ৩নং বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. হানিফ, মো. আনোয়ার, নুর আলম, সাত্তার মুন্সী, মো. হারুনুর রসিদ, শাহজাহান লেদু, রফিক মাঝি, মো. বেলাল, মঞ্জু, হারুন, মহিউদ্দিন প্রমুখ।
১৪নং লালখান বাজার ওয়ার্ড, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল : লালখান বাজার চাঁনমারি রোড, তুলা পুকুর পাড় ও হাই লেভেল রোডে এলাকাবাসীর কাছে ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
হাসান মুরাদ বিপ্লবের মতবিনিময় : মেয়র পদে নৌকা ও কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থনে আলকরণ সুলতান আহমদ দেওয়ান চসিক বালিকা বিদ্যালয়ে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর প্রার্থী হাসান মুরাদ বিপ্লব। সিদ্দিক আহমেদ সর্দারের সভাপতিত্বে ও তাজউদ্দীন রিজভীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, জাহাঙ্গীর সিদ্দিকী, আবদুর রহমান, আবদুর রশিদ, সাইফুদ্দিন আহমেদ, এনামুল হক, ইসতেহার উদ্দিন পারভোজ, তারেক হায়দার তানভীর আহমেদ রিংকু।
১৩নং পাহাড়তলী, জাহাঙ্গীর আলম দুলাল : কমিশনার কলোনি, ঝাউতলা রেলওয়ে কলোনি, পিপি কলোনিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় ১৩নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেন, বাসাবাড়িতে তল্লাশি ও গ্রেফতার করে পরাজয় ঠেকানো যাবে না। পথসভায় তিনি ধানের শীষ-ঘুড়ি প্রতীকে ভোট চান। গণসংযোগে উপস্থিত ছিলেন এবাদুল্লাহ, রফিকুল ইসলাম, শেখ ফোরকান, আব্দুল আওয়াল টিপু, মোহাম্মদ মিল্টন প্রমুখ।
৩৪নং ওয়ার্ড, অনুপ বিশ্বাস : জঙ্গিবাদ, মাদক ও কিশোর গ্যাংমুক্ত এবং জেলে সম্প্রদায়সহ সকল অসহায় মানুষের উন্নতিকল্পে একটি স্বনির্ভর সুন্দর বাসযোগ্য আধুনিক পাথরঘাটা ওয়ার্ড গড়ার লক্ষ্যে আসন্ন চসিক নির্বাচনে ৩৪নং ওয়ার্ড পাথরঘাটা স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী অনুপ বিশ্বাস ‘কুমড়া’ মার্কায় ভোট দিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান। গতকাল শুক্রবার পাথরঘাটা, গঙ্গাবাড়ী, মনোহরখালী, ফিশারীঘাট এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন জাহেদ, সুনীল দাশ, বাচন দাশ, সুনীল দাশ, হরি, সাধু, মানিক, বিজয়, সোনা, বালী, সুমন, নান্টু, জহরলাল, বিজয় প্রমুখ।
১১, ২৫ ও ২৬নং ওয়ার্ড, রাধা দেবী : নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ১১, ২৫ ও ২৬নং (দক্ষিণ কাট্টলী-রামপুর-উত্তর হালিশহর) ওয়ার্ডের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর পদপ্রার্থী রাধা রানী দেবী। তিনি গত ২১ জানুয়ারি দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কলেজ রোড, বাচা মিয়া মাস্টার বাড়ি, বাচা মিয়া চৌধুরী বাড়ি, নছুরউল্যা চৌধুরী বাড়ি, একতা আবাসিকসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নির্বাচনে তাঁর প্রতীক বই মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন শওকত হোসেন, শেখ আব্দুল মান্নান, মাজহারুল আমিন জামশেদ, মানিক চন্দ্র নাথ, লাকি দেবী প্রমুখ।
৩নং ওয়ার্ড, কফিল উদ্দিন : ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কফিল উদ্দিন খান। তিনি গতকাল শুক্রবার ট্রাক্টর ও নৌকা প্রতীক নিয়ে পাঁচলাইশ ওয়ার্ডের পশ্চিম শহিদ নগর, দক্ষিণপাড়া, আমতল, অঙিজেন মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে পথসভায় বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন আবসার চেয়ারম্যান, জাহাঙ্গীর সদ্দার, আব্দুর রহিম, সেলিম রনি, মো. মমতাজ, মো. কামাল, মো. আলমগীর, মো. এমরান, মো. জয়নাল প্রমুখ।
৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড, আতাউল্লাহ চৌধুরী : ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে কাউন্সিলর পদে ঘুড়ি প্রতীকে আতাউল্লাহ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোবাইল ফোন প্রতীকে প্রার্থী নিলু নাগকে বিজয়ী করতে ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগ আওতাধীন ১ নং নালাপাড়া ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে ৫টি সেন্টার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাহাবুবুল হক মিয়া।
বিশেষ অতিথি ছিলেন জহির আহমেদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সালাউদ্দিন ইবনে আহমেদ।
নুরুল আবছার, ৪১ নং ওয়ার্ড : ৪১ নং ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গার বিএনপি কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার ধানের শীষ ও মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থনে উঠান বৈঠক করেছেন। এসময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে নুরুল আবছার বলেন, নির্বাচিত হলে তিনি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করবেন।
আবুল হাশেম, ২৬ নং ওয়ার্ড : ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপির কাউন্সিলর প্রার্থী আবুল হাশেম। এসময় তিনি মেয়র প্রার্থী ডা. শাহাদাতের প্রতীক ধানের শীষ ও তার নির্বাচনী প্রতীক লাটিম মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে অবহেলিত উত্তর হালিশহর ওয়ার্ডকে একটি মাদক, সন্ত্রান ও কিশোর গ্যাং মুক্ত ওয়ার্ডে পরিণত করবেন বলে ভোটারদের আশ্বাস দেন।
ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৩ নং ওয়ার্ড : সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী গতকাল নগরীর ১৩নং ওয়ার্ডের ঝাউতলা স্টেশন জামে মসজিদে পবিএ জুমার নামাজের সময় মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, আপনারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আসন্ন চসিক নির্বাচনে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা আর আমার মার্কা লাটিম মার্কায় ভোট দিবেন।
জহর লাল হাজারী, ৩২ নং ওয়ার্ড : বান্ডেল সেবক কলোনিতে হরিজন সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের নিয়ে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জহর লাল হাজারী। অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম দুলাল, ১৩ নং ওয়ার্ড : ডিজেল কলোনি, নিউ ঝাউতলা স্কুল ক্যাম্প ও ঝাউতলা বাজার এলাকায় গণসংযোগ পরবর্তী পথসভায় ১৩নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেন, প্রতিপক্ষ প্রার্থীরা রাতের আঁধারে ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলছে। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় বাহিনী নেতাকর্মী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যে বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে। নির্বাচন কমিশনারের আচরণ দেখে মনে হচ্ছে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। গণসংযোগ পরবর্তী পথসভায় জাহাঙ্গীর আলম দুলাল ধানের শীষ-ঘুড়ি প্রতীকে ভোট চান। গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম আজাদ, গোলাম সরোয়ার, হালিম উদ্দিন গুড্ডু, মোহাম্মদ মিল্টন, লুৎফর রহমান জুয়েল, শাহ আলম, ওমর ফারুক, মো. সাব্বির, নূর হোসেন, মো. শাহাদাত হোসেন, মো. হোসেন, মো. সুমন, মো. জুয়েল, মো. আশিক, মো. ইয়াসিন, মো. রবিউল ইসলাম, মো. বাবু, মো. আলাউদ্দিন, ছাত্রদল নেতা শামসুদ্দিন শামসু প্রমুখ।
শাহেদ ইকবাল বাবু, ২নং ওয়ার্ড : নৌকা ও ঝুড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহেদ ইকবাল বাবু। এসময় তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তিনি বলেন, কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার উন্নয়নে দিনরাত কাজ করে যাবেন।
আশরাফুল আলম, ৬নং ওয়ার্ড :চসিক ৬নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী লায়ন এম আশরাফুল আলম বলেন, দলের স্বার্থেই প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী বীর মু্কি্তযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে বিজয়ী করা প্রাণের দাবি। ২১ জানুয়ারি বহদ্দারহাটে গণসংযোগে যুবলীগ নেতা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী লায়ন এম আশরাফুল আলমকে বিজয়ী করুন।
জিয়াউল হক সুমন, ৩৯ নং ওয়ার্ড : ৩৯নং ওয়ার্ড বি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছ এবং সাধারণ সম্পাদক হারুনের নেত্বতে নৌকা, লাটিম এবং গ্লাস প্রতীকের নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন দলীয় মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী জিয়াউল হক সুমন। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের, আকবর হোসেন কবি, হাজী আসলাম, শামসুল আলম, সেলিম আফজল, জহুরুল আলম মেম্বার, ফসি আলম, আব্দুল রউফ, ইনু, লোকমান হাকিম, ডা. আনোয়ার, নেছার মিয়া আজিজ, মিজান, সেলিম রেজা, জামাল হোসেন, জামাল, জাহিদ, লিটন, জাহিদ হোসেন খোকন, ইকবাল হোসেন নয়ন, মনির আলম, জুবায়েদ খলিল দিপু, আলমগীর, আরফাত, সাইম প্রমুখ।
রুমকি সেনগুপ্ত, ১৬, ২০ ও ৩২নং সংরক্ষিত ওয়ার্ড: নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ১৬, ২০ ও ৩২ নং (চকবাজার-দেওয়ান বাজার-আন্দরকিল্লা) ওয়ার্ডের সংরক্ষিত-৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্ত। গণসংযোগকালে উপস্থিত ছিলেন চকবাজার থানা আ.লীগ নেতা নাজিম উদ্দীন, অনিমা কামাল, পিন্টু দত্ত তমাল, সজল দত্ত, মো. পারভেজ, মো. মনসুর আলী, সুজন চৌধুরী, অমিত মজুমদার নয়ন, আলবান বারী, জুয়েল চৌধুরী মিঠু, মো. মাউন, মো. ইরফান, মো. বাবাই, মো. সাহাদাত টিপু।