দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে গতকাল চট্টগ্রামে দুইজন রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সাথে সম্পদ বিবরণীসহ হলফনামা প্রদান বাধ্যতামূলক। গতকাল বিভিন্ন প্রার্থী নিজেদের আয়–ব্যয়ের হিসাবসহ সম্পদ বিবরণী প্রদান করেছেন।
হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে যে, চট্টগ্রামের প্রার্থীদের অনেকেই বিপুল সম্পদের মালিক। কোনো কোনো প্রার্থীর স্ত্রীর সম্পদ বেশি। আবার বিপুল দায় দেনা রয়েছে এমন প্রার্থীও রয়েছেন। শহরে বসবাসকারী হলেও প্রার্থীদের কৃষি খাতের আয় সম্পদ বিবরণীর একটি উল্লেখযোগ্য অংশ দখল করে রয়েছে।