সরবরাহে ঘাটতির মধ্যেই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত ভারতে টিকার আওতা বাড়ানো হয়েছে, প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রেকর্ড ছাড়ানো আক্রান্ত আর মৃত্যুর চাপে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হওয়ায় লকডাউন দেওয়া হয়েছে রাজধানী অঞ্চল দিল্লিতে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, কোভিড- ১৯ মহামারী মোকাবেলায় মোদী প্রশাসনের সমালোচনার মধ্যে সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, পয়লা মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকার আওতায় আনা হবে। ঘোষণায় বলা হয়, টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সরকারের হাতে ৫০ শতাংশ টিকা হস্তান্তর করতে হবে, বাকিটা রাজ্য সরকার এবং খোলা বাজারে দিতে হবে আগের ঠিক করা দামে। খবর বিডিনিউজের।
বিবিসির খবরে বলা হয়, দেশটিতে এখন স্বাস্থ্যকর্মী, কোভিড- ১৯ এর বিরুদ্ধে লড়াইরত সামনের সারির কর্মী এবং ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। তবে ইতোমধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে টিকা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, তাদের হাতে মাত্র দুই কোটি ৭০ লাখ ডোজ আছে, যা দিয়ে চলমান টিকা কর্মসূচি নয়দিন চালানো যাবে।