প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিসেবা নিশ্চিত করতে হবে : মেয়র

মোহরায় ইফতারসামগ্রী বিতরণ

| বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিসেবা নিশ্চিত করতে হবে। বর্তমানে লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে কর্মহীন, দরিদ্র মানুষগুলো চরম দুর্দশার মধ্য দিয়ে দিনযাপন করছে। এর মধ্যে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা ভুগছে পুষ্টিহীনতায়। এ অবস্থায় চসিক ইউএনডিপি ও ইউকে-এইড’র সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের জহুর আহম্মদ বিদ্যালয়ে গর্ভবতী মায়েদের জন্য ১ হাজার দিনের জরুরি পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। প্রকল্পে নিবন্ধিত ২ হাজার ৩শ ৭৪ জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের প্রতিমাসে ভোজ্যতেল, ৩০টি ডিম ও ১ কেজি ডাল বিতরণ করা হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, কাউন্সিলর মো. মোবারক আলী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, প্রকল্পের টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান, পুষ্টি বিশেষজ্ঞ মো. হানিফ, টাউন চেয়ারপার্সন কহিনুর আকতার ও জেল প্রশাসকের প্রতিনিধি আব্দুল লতিফ।
৫ নং মোহরা ওয়ার্ড : গতকাল ৫নং মোহরা ওয়ার্ড মিলনায়তনে ইফতার সামগ্রী বিতরণ করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুস সালাম। তিনি বলেন, মোহরা ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলগুলো থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ কারণে এলাকার উন্নয়ন যতটুকু হওয়ার কথা তা হয়ে উঠেনি। তবে এবার কাউন্সিলর যেমন আমাদের দলের, অন্যদিকে চসিক মেয়রও একই এলাকার। সে কারণে মোহরা এলাকায় উন্নয়নের সকল প্রত্যাশা পূরণ হবে। এ সময় প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, আনোয়ার মির্জা, মো. ফারুক, হাসান মুরাদ চৌধুরী, ফয়সাল চৌধুরী, আহমেদুর রহমান মেম্বার, আলী রিয়াজ খান চৌধুরী, জসিম চৌধুরী, হাজী মনসুর, মো. ইসহাক, তসলিম উদ্দীন, অলিদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাদ্যের সন্ধানে এসে ধানকাটার মেশিনে অজগরের মৃত্যু
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুরা পেল জেলা প্রশাসনের ত্রাণ