বেতন বাড়ানো ও গ্রেড জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ যখন বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন, তখন আরেকটি অংশ একই দাবিতে স্কুলে তালা ঝোলানোর হুমকি দিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে বার্ষিক পরীক্ষা স্থগিত রেখে গতকাল মঙ্গলবারও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।
কদিন আগে তারা দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে আন্দোলন শুরু করেন। পরে একাদশ গ্রেডে বেতনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন এই শিক্ষকরা। অপরদিকে একাদশ গ্রেডে বেতন, উচ্চ গ্রেডের জটিলতা নিরসন ও সহকারী শিক্ষকদের পদোন্নতি নিশ্চিত করার দাবিতে আন্দোলন করা প্রাথমিকের শিক্ষকদের বারোটি সংগঠনের মোর্চা আজ বুধবার পর্যন্ত সময় দিয়েছে। খবর বিডিনিউজের।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বলেছে, এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হবে। ঐক্য পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান গতকাল বলেন, (আমরা) ঐক্য পরিষদ সোমবার রাতে ভার্চুয়ালি সভা করে এ কর্মসূচি ঘোষণা করেছি। সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
গত সপ্তাহের রোববার ও সোমবার অর্ধদিবস এবং মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন এই মোর্চাভুক্ত শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে একাদশ গ্রেডে বেতনের আশ্বাস বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের একাংশের কর্মবিরতি চলছে।











