প্রাথমিকে নিয়োগপরীক্ষা শুরু ২২ এপ্রিল

| বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তিন ধাপের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। খবর বিডিনিউজের।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। আবেদনকারীর নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন তারিখে কোন জেলা বা উপজেলা পর্যায়ের পরীক্ষা হবে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে। ইতোমধ্যে প্রথম ধাপের তালিকা প্রকাশ করা হয়েছে। এ ধাপে চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও লালমনিরহাটের সব উপজেলার প্রার্থীরা অংশ নেবেন। এছাড়া সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাংগাইল, কুমিল্লা ও নোয়াখালীর নির্দিষ্ট উপজেলাকে প্রথম ধাপে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন