প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৬৫৩১ জনের নিয়োগ বাতিল

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাই কোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোটা অনুসরণ করে ফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩০ প্রার্থী একটি রিট মামলা করেছিলেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ নভেম্বর নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুলসহ আদেশ দিয়েছিল আদালত। খবর বিডিনিউজের।

এর আগে গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ২০২৩ সালের ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত বছরের ২৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তিন পার্বত্য জেলা ছাড়া বাকি জেলাগুলোর ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার ফল ২১ এপ্রিল প্রকাশ করা হয়। পরে সংশোধিত ফলাফল প্রকাশ করা হলে উত্তীর্ণের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। নির্বাচিত এই ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের থেকে পরে চূড়ান্ত নিয়োগের তালিকা তৈরি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় দূতকে তলব, ঢাকার প্রতিবাদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন আড়াই লাখ ভোটারের ছবিসহ নিবন্ধন কার্যক্রম শুরু