প্রাণী সম্পদের উন্নয়নে কাজ করছে সরকার : ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, স্বাস্থ্যবান জনগোষ্ঠী দেশের উন্নয়নে নিজস্ব মেধা দিয়ে কাজ করতে পারে। তাই সরকার দেশের মানুষের প্রোটিন ও পুস্টির চাহিদা মিটানোর জন্য প্রাণী সম্পদের উন্নয়নে কাজ করছে। এজন্য প্রত্যেক উপজেলায় প্রাণী সম্পদ দপ্তরে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে যাচ্ছেন। তিনি গত রোববার হাটহাজারী উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের (এল ডি ডি পি) আওতায় স্ব্যাভিঞ্চিং মুরগির জলবায়ু সহিষ্ণু ঘর ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ফরহাদাবাদ ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী। সভাপতির বক্তব্যে প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন উপজেলায় খামারিদের উৎসাহিত করতে প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে প্রশিক্ষন, ভেকসিন প্রদান, কৃমি নাশক ওষুধ সহ বিভিন্ন উপকরণ বিতরন করা হয়েছে। মুরগির জলবায়ু সহিষ্ণু মির্জাপুর ও ফরহাদাবাদ ইউনিয়নে ৭২টি ঘর ও দেশী মুরগী লালন পালনের প্রয়োজনীয় উপকরন ১০টি উৎপাদনকারী দলকে প্রদান করা হয়েছে। মুরগীর জলবায়ু সহিষ্ণু ৭২টি ঘরের প্রতিটি জন্য ২০ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।