প্রাণিসম্পদ মন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গে বিডিএফএ নেতৃবৃন্দের মতবিনিময়

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান ও কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিডিএফএ নেতৃবৃন্দ দুই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বিডিএফএ’র সভাপতি ইমরান হোসাইন, এশিয়ান গ্রুপের পরিচালক ও বিডিএফএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিফ আহমেদ সালাম, সিনিয়র সহসভাপতি একেএম নজিবুল্লাহ, আলী আযম শিবলি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ মাসে কাপ্তাই হ্রদে মাছ শিকারে শুল্ক আদায়ে রেকর্ড
পরবর্তী নিবন্ধনতুন দিনের ডাক