পাহাড়তলীর দক্ষিণ কাট্টলীস্থ প্রাণহরি আমীন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৪ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। এদিন জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মাউশি,চট্টগ্রাম অঞ্চলের উপ–পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নেওয়াজ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রৌশন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।