প্যারোলে মুক্তি নিয়ে বারবার বাঁচা
আর কতো! আর কতো।
এ হাঁড়ির মশলা ও হাঁড়িতে
বয়ে নেওয়া ভালোবাসার দাম দিতে।
অবাঞ্ছিত ঘাসের স্তুপের অন্ধকারে
ছোট জোনাকির মতো জ্বলে থাকা–
সজীব প্রাণের পাশে অবহেলা আশে
আর কতো? আর কতো!
ঝরো ঝরো বৃষ্টিতে যায় না ধুয়ে
আজন্ম অব্যক্ত কষ্টগুলো।
মুছে যায় না উপেক্ষার অন্দরে
এক চিলতে নিয়নের ঝিলিক আলো।
ভালোবেসে কাঙ্ক্ষিত ঐক্য,
করোজোড় প্রার্থনার সংলাপ–
সম্বুদ্ধ জীবনের ঘ্্রাণ, ললাটে চুম্বন
ওগুলো এখন প্রাচীন পুঁথির গান।
বস্তুত, মানুষ বেঁচে থাকে প্রতীক্ষায়
মরে যায় নিকটজনের অবহেলায়।