প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চবির নবনির্বাচিত ৮ম কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান গত ২৮ জুন সরকারি সিটি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ৮ম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৮ম ত্রি–বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মেজর (অব.) মো. নুরুল হুদা কুতুবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অতিথি ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, রাবির অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী ও নির্বাচন কমিশনার প্রফেসর জসিম উদ্দিন আহমেদ। সমিতির বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ। শপথ গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন, নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, মোস্তফা নাজমুল কাউসার আরমান, অধ্যাপক মোস্তফা শামীম আল জোবায়ের, মোহাম্মদ মহসিন, আ ন ম খালেক নেওয়াজ প্রমুখ।
২০২৫–২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ–সভাপতি প্রফেসর মো. জসীম উদ্দীন খান ও মো. হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক আ ন ম নাসির উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল, তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জনী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওমর ফারুক হোসাইনী, দফতর সম্পাদক মুহাম্মদ আইয়ুব আলী, সমাজকল্যাণ সম্পাদক এ কে এম আকতার কামাল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ মনছুরী, এ টি এম তোহা, অধ্যাপক এ এম রমিজ আহমদ, মো. আবু সালেহ ও মোহাম্মদ অহিদুল ইসলাম খোকা শপথ গ্রহণ করেন। নতুন কার্যনির্বাহী কমিটি শপথ গ্রহণের পর পূর্ববর্তী কমিটি থেকে দায়িত্ব গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।