প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করুন

মতবিনিময় সভায় মাহমুদুল ইসলাম চৌধুরী

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৫৮ পূর্বাহ্ণ

লালখান বাজার-টাইগার পাস প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করে দেওয়ান হাট হতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিতে আমরা নগরবাসীর আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সাবেক সিটি মেয়র ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। টাইগার পাস এলাকা চট্টগ্রামের ঐতিহ্য। এর সৌন্দর্য রক্ষা করতে হবে। তিনি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেওয়ানহাট শেখ মুজিব রোডে প্রশস্ত স্থানে শেষ করার জন্য অনুরোধ জানান। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব এইচ.এম.মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী বিশ্বজিত চৌধুরী বাবু, আহমদ কবির, আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর, সাব্বির হাসান চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ মঈনুদ্দিন, আহমেদ নুর ফাহাদ, মাওলানা ইউনুছুর রহমান ও মাওলানা মোঃ ইউছুপ প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধডেমোক্র্যাটিক পার্টির শাহানার সাথে চিটাগাং অ্যাসো. নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৭৮৩