প্রাকৃতিক বিপর্যয় রোধে আমাদের সচেতন হতে হবে

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

বর্তমানে পৃথিবীর মানুষ প্রকৃতির নির্মমতার সঙ্গে লড়াই করছে। কোন অঞ্চলে প্রচণ্ড শীত ও তুষারপাত, কোথাও তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি, কোথাও অল্প বৃষ্টিতেই বন্যাকবলিত সমস্যা ছাড়াও অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এসব প্রাকৃতিক সমস্যার প্রত্যেকটির জন্য আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। মানুষ নিজের স্বার্থে প্রকৃতির প্রতি নির্মম হতেও ছাড়ছে না। প্রকৃতির মূল উপাদান গাছপালা, বনজঙ্গল ইত্যাদি। মানুষ তা নিজের স্বার্থেই নির্মমভাবে উজাড় করছে। একটি স্লোগান আছে ‘একটি গাছ লাগালে, দুটি গাছ লাগাবো’প্রকৃতপক্ষে এর বাস্তবায়ন নেই।

বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য এবং বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে বায়ু দূষিত হচ্ছে। এতে বৈশ্বিক তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমূখী। গ্রীষ্মে দাবদাহ বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ পোহাতে হচ্ছে সমগ্র জনগোষ্ঠীকে। খালবিল, নদীনালা, পুকুরজলাশয়, লেক ভারাট করে চলছে স্থাপনা নির্মাণের কাজ। প্রকৃতপক্ষে সমগ্র জনগোষ্ঠীর জন্য এই কার্যকলাপ চরম বিপর্যয় ডেকে আনছে। তাই, সময় থাকতে আমাদেরকেই সচেতন হতে হবে।

এম.আবু ছৈয়দ চৌধুরী

নিমতলা, বন্দর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবদুল গাফফার চৌধুরী : সাংবাদিক ও কলামিস্ট
পরবর্তী নিবন্ধমায়া