চট্টগ্রামে বেসরকারি খাতে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সংগঠন প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স–বাংলাদেশের (পিএসডিইবি) ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন গত ১২ মে নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহবায়ক প্রকৌশলী জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমাম উদ্দিন মিজানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সুপন বড়ুয়া চৌধুরী। প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব, প্রকৌশলী দেওয়ান মাকসুদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী নুরুল কবির। সংবর্ধিত অতিথি ছিলেন প্রকৌশলী জুয়েল বড়ুয়া, প্রকৌশলী তানভির ইসলাম জীবন, প্রকৌশলী বিপ্লব দে। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী নেসার উদ্দিন, সিডিএ’র নগর পরিকল্পনা কর্মকর্তা প্রকৌশলী আবেদুর রহমান খান, ফোর্টিজ গ্রুপের ডিজিএম আব্দুল কুদ্দুস, চট্টগ্রাম ওয়াসা ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী ইউসুফ উদ্দীন, পিএসডিইবির প্রধান উপদেষ্টা প্রকৌশলী এনামুল হক সাগর, সমাজসেবক ওবায়দুল হক মনির। বক্তব্য রাখেন প্রকৌশলী রফিকুর রহমান, প্রকৌশলী শাহিন চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ তোহা, প্রকৌশলী আবু সালেহ বাপ্পী, প্রকৌশলী মির্জা রবিউল হোসেন নয়ন, কাউন্সিলর আনিসুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












