প্রাইভেট কারে পাওয়া গেল এক বস্তা অস্ত্র

| সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

রাজশাহীতে শিক্ষার্থীদের তল্লাশির সময় প্রাইভেট কার থেকে এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গাড়িটির মালিককে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর গোরহাঙ্গা এলাকার রেলগেট এলাকা থেকে অস্ত্রগুলি উদ্ধার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আটক গাড়িটির মালিক হোসেন নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা। তিনিই গাড়িটির চালক। খবর বিডিনিউজের।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাতে নগরীর রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়িও তল্লাশি করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় একটি প্রাইভোট কার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে একটি বস্তা পাওয়া যায়। বস্তাটিতে রামদা, ছুরিসহ বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ আটক ব্যক্তিকে বিজিবির কাছে সোপর্দ করে। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপদ ছাড়লেন জগন্নাথ উপাচার্যও
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বৌদ্ধদের প্রতিবাদ সভা