‘মেঘের নৌকা’ চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের প্রথম গান। আজ ২৭ ফেব্রুয়ারী ইমরান আর কোনালের রোমান্টিক কণ্ঠে, আসিফ ইকবালের গীতিকবিতায়, ইমরানের সুরে প্রহেলিকার প্রথম গান ‘মেঘের নৌকা’ অবমুক্ত হবে বঙ্গের ইউটিউব চ্যানেলে। প্রহেলিকা ছবিটির প্রযোজনায় আছে ‘রঙ্গন মিউজিক’। কাহিনী ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।
চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন মাহফুজ আহমেদ ও বুবলি। দীর্ঘদিন পর এই সিনেমার মধ্য দিয়ে কামব্যাক করছেন মাহফুজ। সিলেট, সেন্টমার্টিন ও ছেঁড়াদ্বীপসহ দেশের একাধিক মনোরম লোকেশনে এই গানের দৃশ্যধারণ করা হয়েছে। খবর প্রেস বিজ্ঞপ্তির।