‘ন ডরাই’ সিনেমা দিয়ে সিনেমায় অভিষেক হয় সুনেরাহ বিনতে কামালের। প্রথম ছবিতেই পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ তে কাজ করেও প্রশংসা কুড়ান তিনি। অভিনয় করেন ‘অন্তর্জাল’ চলচ্চিত্রে। এরপর একটা বিরতি। ২০২৪ এ এসে পর পর দু’টি নাটকে অভিনয় করেন সুনেরাহ।
মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত নাটকের মাধ্যমে প্রথম ছোট পর্দার জন্য কাজ করেন তিনি। এরইমধ্যে একটি মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন। তবে এবার বড় চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। ‘দাগী’ সিনেমায় তিনি অভিনয় করছেন আফরান নিশোর বিপরীতে। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এটি সুনেরাহ’র তৃতীয় সিনেমা।
ছবিতে আরও রয়েছেন তমা মির্জা। এরইমধ্যে ছবির ঘোষণা এসেছে বড় আয়োজনে। সুনেরাহ ছবিটির জন্য বেশ প্রস্তুতিও নিয়েছেন। এখন শুটিংয়ে নামার দেরি। অভিনেত্রী বলেন, ‘দাগী’র জন্য প্রস্তুত আমি। ছবিটি যেমন বড় আয়োজনে হচ্ছে, তার জন্য প্রস্তুতিও আমরা নিয়েছি সেভাবে। আমার বিশ্বাস, দর্শক এমন কিছু দেখবেন যা আগে কখনো দেখেননি। সুনেরাহ বলেন, খুব সুন্দর একটি টিম। আশা করছি ভালোভাবে কাজ শেষ করতে পারবো। ঈদে যেহেতু ছবিটি মুক্তি পাবে, তাই আমি আরও বেশি এক্সাইটেড।