প্রস্তাব মানো, নয়তো সিদ্ধান্ত রুশ সেনাবাহিনীর

ইউক্রেনকে মস্কোর আল্টিমেটাম

| বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৪ পূর্বাহ্ণ

ইউক্রেনকে দেওয়া আল্টিমেটাম রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ডকে স্বীকৃতি দেওয়াসহ মস্কোর সব প্রস্তাব মানো, নয়তো রুশ সেনাবাহিনীই বিষয়টির ফয়সালা করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন নিয়ে আলোচনায় তার আগ্রহের জানান দেওয়ার পরদিন সোমবার ল্যাভরভ আল্টিমেটাম দিয়েছেন বলে জানিয়েছে। কিয়েভ ও এর পশ্চিমা মিত্ররা পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তার সেনারা একদিকে ইউক্রেনের একের পর এক শহরকে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, অন্যদিকে মস্কো তাদের দখলে থাকা ইউক্রেনের এক পঞ্চমাংশকে নিজেদের ভূখণ্ডভুক্ত করার স্বীকৃতি চেয়েই যাচ্ছে।

কিয়েভ বলছে, রাশিয়া সৈন্য প্রত্যাহার না করা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। আমাদের প্রস্তাব হচ্ছেইউক্রেনের শাসকদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণ, সেখান থেকে উদ্ভুত আমাদের নতুন ভূখণ্ডসহ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি দূর করা, শত্রুরা এগুলো সবই জানে। ব্যাপারটা খুবই সহজ। নিজেদের ভালোর জন্যই এসব মেনে নাও। নাহলে, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা রাশিয়ার সেনাবাহিনীই নেবে, সোমবার ল্যাভরভ এমনটাই বলেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রাশিয়ার জন্য হুমকি হয়ে ওঠা ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও একে নাৎসিমুক্ত করতে চলতি বছরের ২৪ ফেব্রুয়]ারি পুতিন প্রতিবেশী দেশে তার ভাষায় বিশেষ সামরিক অভিযানে নামেন। অন্যদিকে কিয়েভ ও এর পশ্চিমা মিত্ররা পুতিনের এই আগ্রাসনকে সাম্রাজ্যবাদী কায়দায় জমি দখলের চেষ্টা বলে অভিহিত করে আসছে। ১১ মাসে পড়া এই যুদ্ধে বেশ কয়েকটি ফ্রন্টে বিব্রতকরভাবে পিছু হটা রুশ বাহিনী এখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে কিয়েভবাহিনীর ওপর তুমুল চাপ সৃষ্টি করেছে। সোমবার একটি ড্রোন সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার ভেতরে ঢুকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে ফাঁকি দিয়ে মস্কোর বোমারু বিমানের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ড্রোনটি ইউক্রেনীয়দের বলেই মনে করা হচ্ছে। এঙ্গেলস বিমানঘাঁটিতে হামলায় কোনো বিমানের ক্ষয়ক্ষতি হয়নি বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করলেও রাশিয়া ও ইউক্রেনের বেশ কয়েকটি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট উল্টো কথা বলছে।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ানে সামরিক বাহিনীতে এক বছর কাজ করা বাধ্যতামূলক
পরবর্তী নিবন্ধচীনে প্রবেশে কোয়ারেন্টিন বিধি উঠছে জানুয়ারি থেকে