সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২১এর খড়সায় দুইটি আইন বাতিল দাবিতে সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির উদ্যোগে গতকাল বুধবার নগরীর নতুন ফিশারিঘাটের সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বোট মালিক সমিতির সভাপতি নুরউদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন,উপদেষ্টা মো. আলি সওদাগর , মো.
জাহাঙ্গির আলম, মো. নজরুল ইসলাম , মো: সিরাজ , এ কে এম ফজলুল হক, মো: কাউছারুজ্জামান, মো. জাহাঙ্গির প্রমুখ। বক্তারা বলেন, গরীব মানুষের দিকে থাকিয়ে কালো আইন বাতিল করতে হবে। গভীর সমুদ্রে গিয়ে জীবনবাজী রেখে মাছ আহরণ করে মৎস্যজীবীরা।এসব মাছ আহরণকারীর উপর কালো আইন চাপিয়ে দিলে দেশে বেকার বেড়ে যাবে। দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে যাবে।প্রেস বিঞ্জপ্তি।