প্রসঙ্গ অ্যাম্বুলেন্স সেবার ভাড়া

মো. আবদুল কাদের | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

রোগী সার্ভিসের জরুরি বাহন মাধ্যম অ্যাম্বুলেন্স সেবা মানবিক কাজে নিয়োজিত। গুরুতর রোগীকে জরুরি ভিত্তিতে দ্রুত হাসপাতালে পৌঁছাতে সহায়তা করে অ্যাম্বুলেন্স। সড়কে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাতায়াতের সময় পাশে থাকা অন্যান্য প্রাইভেট ও লোকাল গাড়িগুলো সতর্কতা ও সহানুভূতির সাথে দেখে অ্যাম্বুলেন্সকে এগিয়ে যেতে পাশ দিয়ে থাকেন। এ জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসের আড়ালে চলছে অশুভ সিন্ডিকেট ড্রাইভারদের রমরমা ব্যবসা। সেবার নামে অনিয়ম ভাড়া নিচ্ছে এতে রোগীরা চরম ক্ষুব্ধ। রোগীদের জিম্মি করে অ্যাম্বুলেন্স সার্ভিস ভাড়া নেওয়া হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে বহুগুণ বেশি। এ সিন্ডিকেটের হাতে জিম্মি রোগীরা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়ছে প্রতিনিয়ত। সিন্ডিকেট বাজদের কাছে রোগীর প্রতি তাদের কোনও বোধগম্য নেই বলা চলে। টার্গেট, ইচ্ছে মতো ভাড়া আদায়। লাশবাহী অ্যাম্বুলেন্সও অযৌক্তিক ভাড়া নিতে পিছিয়ে নেই। তারাও ইচ্ছে মাফিক ভাড়া নিয়ে নিচ্ছে। করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত রোগীর জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি বা বাসা থেকে হাসপাতালে পৌঁছে দেয়া আর হাসপাতাল থেকে রোগীকে বাড়ি বা বাসাতে নিয়ে আসার সময়ে সিন্ডিকেট ড্রাইভারের একটা বৃহৎ অংশ ন্যায্য ভাড়ার পরিমানের চেয়ে বেশি পরিমাণ ভাড়া আদায় করেছে। পৃথিবী যখন করোনা আক্রান্ত ও আতঙ্কে ছড়িয়ে পড়েছিল। অনেকে করোনা আক্রান্ত রোগে আক্রান্ত হন অনেকে মৃত্যুর পথে যাত্রী হন। করোনা রোগীকে তারা অ্যাম্বুলেন্সে বহন করলেও সিন্ডিকেট ড্রাইভারেরা দ্বিগুণ ভাড়া নিতে একটু মন ঘামে নি। এমনকি করোনা রোগী ভাড়ার ক্ষেত্রেও সিন্ডিকেটের মনোমতো বনিবনা না হলে ভাড়া নিয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে। অ্যাম্বুলেন্স সেবা পরিবহন চালালেও সেবা দেয়ার মানসিকতা লক্ষ্য করা যায় নি সিন্ডিকেট ড্রাইভারের। রোগী বহনে ভাড়া ধরতে দালাল চক্রকেও তারা কাজে লাগিয়েছে। ভাড়া ধরিয়ে দিলে দালালকে সিন্ডিকেট চুক্তি মতো নিদিষ্ট অর্থ দিয়ে থাকে। অসৎ সিন্ডিকেট অ্যাম্বুলেন্স ড্রাইভারেরা রোগী সেবায় নিরাপদ নয়। জরুরি ভিত্তিতে হাসপাতালে নামিয়ে দেয়া রোগীকে পুনরায় অন্যত্র হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স যদি রোগী নিয়ে আসা হাসপাতালের সিন্ডিকেটের অধীনে না হয় সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটরা যেতে বাধা সৃষ্টি করে। তাদের হাসপাতালের নির্দিষ্ট অ্যাম্বুলেন্স ছাড়া বহিরাগত অ্যাম্বুলেন্সকে ভাড়া নিতে দেন না তারা। অ্যাম্বুলেন্স সার্ভিসে ভাড়ার কোনও ধরণের নিয়ম নীতিমালা না থাকায় সিন্ডিকেট অ্যাম্বুলেন্স ড্রাইভারেরা ইচ্ছে মাফিক ভাড়া রোগীর থেকে হাতিয়ে নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠুরতম আবেগের অনুভূতি
পরবর্তী নিবন্ধঅকুতোভয়, মানবতাবাদী এবং রূপকার, এক নারীর গল্প