প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের অধীন অডিটর পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপাসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন মেয়াদে হেফাজতে পেয়েছে পুলিশ। গতকাল রোববার দুই মামলার মধ্যে রমনা মডেল থানার মামলায় ঢাকার মহানগর হাকিম তামান্না ফারাহ রূপাসহ ছয়জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেক মহানগর হাকিম আফনান সুমী কাফরুল থানার মামলায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ) বরখাস্ত কর্মকর্তা মাহমুদুল হাসান আজাদসহ চারজনের দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এসব তথ্য জানান। খবর বিডিনিউজের।
প্রশ্নফাঁসের অভিযোগে বগুড়ার দুপচাচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবা নাসরিন রূপা ও সিজিএ কার্যালয়ের বরখাস্ত কর্মকর্তা মাহমুদুল হাসান আজাদসহ ১০ জনের বিরুদ্ধে এ দুই মামলা হয়েছিল।
গত ২১ জানুয়ারি মিরপুর, কাকরাইল ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এসময় তাদের থেকে চলমান পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র ও প্রবেশপত্র, ইয়ার ডিভাইস, মাস্টার কার্ড মোবাইল সিম হোল্ডার, ব্যাংকের চেক, নন জুডিশিয়াল স্ট্যাম্প, স্মার্টফোন, ফিচার ফোন জব্দ করা হয়। পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তখন দুই দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে গত ২৫ জানুয়ারি আসামীদের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়।