প্রশাসনিক ট্রাইব্যুনালের বিশেষ পিপি হলেন এড. জালাল পারভেজ

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রশাসনিক ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (প্যালেন আইনজীবী) হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন হাজী জরিফ আলী লিগ্যাল এইড ও পথশিশু কল্যাণ পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (সলিসিটর অনুবিভাগের) থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তি মাধ্যম তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। একই বিজ্ঞপ্তিতে ঢাকা, খুলনা ও চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং ঢাকার প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালে বেশ কয়েকজন আইন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাদের (প্যানেল আইনজীবী) নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদের স্ব স্ব পদে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক নতুনভাবে তাদের নিয়োগ দেওয়া হয়। বলা হয়, পুর্ন আদেশ না দেওয়ার পর্যন্ত নতুনভাবে নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তা যথাযথ দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামে নিয়োগ প্রাপ্ত এড. জালাল উদ্দিন পারভেজ, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এইচ.এ.আর কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন ও এইচ.এ.আর কর্পোরেশন লিমিটেড এর পরিচালক রওশন আরা বেগমের জৈষ্ঠ্য সন্তান। তিনি বিগত ২০১০ সাল থেকে চট্টগ্রাম আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন।

পূর্ববর্তী নিবন্ধবাস-পিকআপ সংঘর্ষে মীরসরাইয়ে নিহত ২
পরবর্তী নিবন্ধসকালে রামদা হাতে ভিডিও ভাইরাল, সন্ধ্যায় গ্রেপ্তার