প্রযুক্তির সাথে মিলিয়ে আধুনিক গ্রন্থাগার গড়তে হবে

গ্রন্থাগার সমিতি চট্টগ্রাম বিভাগের সভায় বক্তব্য

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি চট্টগ্রাম বিভাগের মতবিনিময় সভা গত ২২ আগস্ট চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগ ও জেলার গ্রন্থাগার কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গ্রন্থাগার পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মুহা. মহিউদ্দিন হাওলাদার, মহাসচিব মো. হামিদুর রহমান এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতি চট্টগ্রাম বিভাগের কাউন্সিলর মোহাম্মদ জামাল হোসেন। সভায় বক্তারা গ্রন্থাগার পেশার বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ডিজিটাল গ্রন্থাগার ব্যবস্থা এবং পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আধুনিক গ্রন্থাগার গড়ে তুলতে হবে এবং গ্রন্থাগারিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ল্যাবের কেন্দ্রীয় কাউন্সিলর কাজী মো. এমদাদ, . মো. আজিজুর রহমান, মো. আসির আলী, চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ড. মো. আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আহমেদ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আলী আব্বাস, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির লাইব্ররিয়ান ড. মো. জাহাঙ্গীর আলম, এডিমনাল ডিরেক্টর ড. মো. নূরুল ইসলাম মাহফুজ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী প্রয়াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমাম আহমদ রেজার বহুমুখী জ্ঞান-প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরা সময়ের দাবি
পরবর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান