প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হয়ে দেশ-জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে

চবি কর্মচারী সমিতির সাধারণ সভায় উপাচার্য

| সোমবার , ৬ মে, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভা গতকাল রোববার বেলা ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্যদ্বয় এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ। উপাচার্য তার বক্তব্যে কর্মচারী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের সার্বিক উন্নয়নঅগ্রগতির লক্ষ্যে শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গী ও মানবিক মূল্যবোধ বজায় রেখে কর্মচারীদের দক্ষতা অর্জনের মাধ্যমে প্রযুক্তি নির্ভর মানবসম্পদ হয়ে দেশজাতির কল্যাণে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যথাযথভাবে পালন করতে হবে। তিনি কর্মচারীদের ন্যায্য দাবিদাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে পর্যায়ক্রমে পূরণের আশ্বাস প্রদান করেন। উপাচার্য বিদায়ী কর্মচারীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্থতা কামনা করেন। চবি কর্মচারী সমিতির সভাপতি সুমন মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনসুর আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আসাদ, চবি কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোছাইন। সাধারণ সভায় সমিতির ২০২৪২৬ আর্থিক সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ মো. হোসেন।

এছাড়াও সভায় সমিতির সাধারণ সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চবি বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তাকর্মচারী, কর্মচারী সমিতির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর অলিদের সেবায় আমরা নিয়োজিত
পরবর্তী নিবন্ধশিক্ষা স্বাস্থ্য ও পর্যটন খাতে সিঙ্গাপুরের সহায়তা চান মেয়র