চিটাগং উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান বলেছেন, এই প্রথম দেখলাম নারীরা মোবাইল সার্ভিসিংয়ের মতো প্রযুক্তিনির্ভর দক্ষতায় এগিয়ে আসছেন, যা সত্যিই গর্বের। নারীদের অংশগ্রহণ সমাজ পরিবর্তনের একটি উদাহরণ। নারী উদ্যোক্তা তৈরির এ প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করতে সিডব্লিউসিসিআই সর্বাত্মক সহযোগিতা করে যাবে।
তিনি গতকাল বুধবার চট্টগ্রাম থিয়েটার গ্যালারি হলে বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সফলতা অর্জনে ৩৬৫ কৌশল শীর্ষক ও কর্মশালা ও সনদপত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআইর সদস্য শিরিন আক্তার শিল্পী এবং তানিয়া আক্তার।শেষে মোবাইল সার্ভিসিং প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নিশাত ইমরান এবং উপস্থিত অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












