প্রয়োজনীর সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান

ইসলামী ফ্রন্টের সভা

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

অতি প্রয়োজনীর সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার এবং দেশে চলমান মব জাস্টিস তথা আইন হাতে তুলে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রবণতা রোধে অন্তবর্তী সরকারের কাছে আহবান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। রাজধানী ঢাকার একটি হোটেল রাজমনী ঈসা খাঁতে রাজনৈতিক দলের নেতৃবর্গ, পীরমাশায়েখ, ওলামা ও বুদ্ধিজীবীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান, সাবেক বিচারপতি জয়নাল আবেদীন, মহাসচিব শহীদুল্লাহ কায়সার, গণফোরামের মহাসচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান, মুসলিম লীগের সভাপতি এডভোকেট শেখ জুলফিকার হায়দার, গণ অধিকার পরিষদের সহসভাপতি ও মূখপাত্র মোহাম্মদ ফারুক হাসান, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, জাতীয় পার্টির মহাসচিব মামুনুর রশীদ মামুন, . একেএম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, পীর হানিফ নুরী, পীর সৈয়দ জুবায়ের কামাল সহ বিভিন্ন পেশাজীবীগণ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান খান আলকাদেরী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম. গোলাম মাহমুদ ভূইয়া মানিক, এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন সিদ্দীকি আশরাফী, মাও. জহিরুল ইসলাম ফরিদী, ফজলুল করীম তালুকদার, মুহাম্মদ আবদুল হাকিম, মাস্টার আবুল হোসেন, এম মহিউল আলম চৌধুরী, মাসুদুল ইসলাম মাসুদ, সৈয়দ মুহাম্মদ আবু আজম, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, মোহাম্মদ আলী হোসাইন, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, মোহাম্মদ রিদওয়ান আশরাফী, মোহাম্মদ এমরানুল ইসলাম, আবু নাছের মোহাম্মদ মুসা, আনোয়ার হোসেন, শাহেদুল আলম, আলমগীর ইসলাম বঈদী, হাজি মোহাম্মদ রুবেল, মাও. ইয়াসিন হায়দারী ও কাজী মুহাম্মদ জসিম উদ্দীন নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিকের প্রধান প্রকৌশলী হলেন আনিসুর রহমান
পরবর্তী নিবন্ধবাগমনিরাম ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ