সামাজিক সংগঠন প্রয়াসের ১৫তম বর্ষপূর্তি এবং প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৩ উদযাপন উপলক্ষে গত শনিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় সভায় সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোমিনুল হককে বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড এর চেয়ারম্যান, উপদেষ্টা লায়ন সন্তোষ কুমার নন্দীকে কো চেয়ারম্যান এবং পরিচালক রোটারিয়ান তাসনুভা হায়দার নোভাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির নাম ঘোষণা করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
এছাড়া ১৫তম বর্ষপূর্তি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটির নামও ঘোষণা করা হয়। উপ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, হেফাজ উদ্দিন আহমেদ, ডা. মো. রেজাউল ইসলাম, সাহিদা আখতার, ইসরাত জাহান চৌধুরী, কিবরিয়া হোসাইন বাপপী, আলমগীর মো. ফারুক, সুভার সরকার, এ কে এম মোস্তাফিজুর রহমান রাসেল, জাহেদুল ইসলাম জনী, মো. শাহাজাহান, মো. ইসমাইল, মো. ওমর ফারুক খান আসিফ, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, মো. মাহির আসেফ বাবু, আমিনুল ইসলাম, সুলতান মাহামুদ রাজীব, হিমেল মন্ডল, দিদারুল আলম চৌধুরী, নুসরাত জাহান, সারমিন আক্তার, রুকুনূর জামান তাসিন, খোরশেদ আলম, জামাল হোসেন জনী, মো. সামশেদ নেওয়াজ রনি, আবু শাহাদাত মো. সায়েম, মো. হাবিবুর রহমান, মিনহাজুল হক মিনার, মো. সাকিবুর রহমান, সাইফুল ইসলাম শাহীন, মো. সিরাজুল ইসলাম, জুলফিকার আলী রাশু, সাইফুল মোস্তাফা রাজেন, আনিলা হায়দার, মরজান আক্তার খুকী, আবতাহী ইবনাত তাছবীহ, ওয়াজিয়া রুহানা চৌধুরী, মীর তাফহীম কাদের, হাসান ইহলান চৌধুরী, মোসলেম উদ্দিন এবং মো. সাইফুল।
উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর শনিবার সংগঠনের ১৫তম বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৩ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।