চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রয়াত ৩৫ সদস্যের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে বিচারক ও আইনজীবীদের উপস্থিতিতে এ ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত ৩৫ আইনজীবীর জীবন বৃত্তান্ত পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ জেবুন্নেছা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল আলমসহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অন্যান্য বিচারকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক আইনজীবী।
এদিকে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম কামাল। সভায় মরহুম সদস্যদের কর্মময় জীবন সম্পর্কে বক্তব্য রাখেন বিজ্ঞ আইনজীবী রফিকুল আলম, মঈন উদ্দিন, মুহাম্মদ তৈয়ব আলী ইব্রাহীম, মুহাম্মদ কবির হোসাইন, ফখরউদ্দিন জাবেদ, তৌহিদুল আলম, মাহতাব উদ্দিন চৌধুরী, মো. ইদ্রিস, শফিউল আজম বাবর, মো. হাসান, মিলন কান্তি দত্ত ও ইফতেখার উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমিতির ৩৫ জন সদস্যের মৃত্যুতে আমরা আজ গভীরভাবে শোকাহত। তারা বেঁচে থাকতে সমাজ ও দেশের সেবায় স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখেছেন। তাদের গৌরবময় অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তারা বলেন, আজকে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা আমাদের অত্যন্ত আপনজন ছিলেন। তাদের পদচারণায় চট্টগ্রামের আদালত অঙ্গন একদিন মুখরিত ছিল। যে সকল বিজ্ঞ আইনজীবী আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকল কর্মকাণ্ড অনুসরণ ও অনুকরণ করতে হবে।
সভায় সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন, দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হয়। রেভারেন্স শেষে চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়।