‘ফৌজি’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর।’ এমনই এক খবর প্রকাশিত হয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যমে। শুধু তাই নয়, প্রকাশিত সংবাদটি ম্রুণালকে শেয়ারও করা হয়েছে; যা দেখে অভিনেত্রী নিজেই অবাক। তাই বিষয়টি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে এক মুহূর্ত দেরি করেননি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্রুণাল লিখেছেন ‘একজন ভাইব কিলার হওয়ার জন্য দুঃখিত। সত্যি এটাই, আমি ‘ফৌজি’ সিনেমার অংশ নই। তাই প্রভাসের বিপরীতে আপাতত আমাকে দেখার সুযোগ নেই।’ একই সঙ্গে অভিনেত্রী সবার কাছে অনুরোধ করেছেন, ভিত্তিহীন কোনো সংবাদ নিয়ে গুঞ্জন না ছড়ানোর। পাশাপাশি অভিনেত্রী এও জানিয়েছেন, ‘ফৌজি’ সিনেমায় তিনি না থাকলেও শিগগিরই দুটি ধাঁচের দুটি সিনেমায় তাঁকে দেখা যাবে। যার একটি আলোচিত সিনেমা ‘সন অব সরদার’–এর সিক্যুয়াল। ‘সন অব সরদার–টু’ নামে এই সিনেমায় তাঁকে দেখা যাবে অজয় দেবগনের বিপরীতে। দ্বিতীয় সিনেমা ‘পূজা মেরি জান’–এ তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন হুমা কোরেশি। এদিকে ভারতের অন্যান্য সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, ‘ফৌজি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস। তবে তাঁর বিপরীতে ম্রুণাল ঠাকুর থাকছেন কিনা তা উল্লেখ করেনি। ‘ফৌজি’ পরিচালনা করছেন হনু রাঘবপুদি।
আজ এর প্রথম লুক প্রকাশ করা হবে বলেও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।