প্রবীণ সাহিত্যিক দীপালী ভট্টাচার্য আর নেই

| শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

প্রবীণ সাহিত্যিক ও শিক্ষক দীপালী ভট্টাচার্য আর নেই। গতকাল শুক্রবার বিকেল ৫.২০ টায় তিনি নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তাঁর স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতাকালীন পরিচালক ও বর্তমান উপদেষ্টা দীপালী ভট্টাচার্যের জন্ম ১৯৪৯ সালের ১৮ অক্টোবর রাউজান উপজেলার নোয়াপাড়ায়। তাঁর প্রথম গ্রন্থ ‘স্বপ্নসুখ ভালবাসা’ প্রকাশিত হয় ১৯৯৬ সালে। সেই থেকে এ পর্যন্ত অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। তম্মধ্যে রয়েছে রাজকন্যা, গল্পে গল্পে উপদেশ, ছড়াসমগ্র, ছোটদের গল্পসমগ্র, কবিতাসমগ্র, শিয়াল মামার বিয়ে, ইচ্ছেপরী ও তুতুন, যাপিত জীবনের রম্যগল্প প্রভৃতি। দীপালী ভট্টাচার্যের মৃত্যুতে চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ রিমান্ডে
পরবর্তী নিবন্ধফুলের হাসি ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা