প্রবীণ সাংবাদিক খালেদ বেলালের ইন্তেকাল

| মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক, গল্পকার খালেদ বেলাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গতকাল সোমবার সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলেমেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর নগরীর গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মাজার সংলগ্ন কবরাস্থানে তাকে দাফন করা হয়। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া মৌলভীবাজারের পাশে ওলি গান্ধীর বাড়িতে জন্ম নেওয়া খালেদ বেলাল দৈনিক ঈশান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি একাধারে সাংবাদিক, সাবেক তথ্য কর্মকর্তা ও গল্পকার ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার দৈনিক পয়গামে চাকরি করেছেন। তারপরে যোগ দেন সরকারের তথ্য অধিদপ্তরে (পিআইডি)। সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়ে আবারও যুক্ত হন সাংবাদিকতা পেশায়। তার লেখা অসংখ্য বইয়ের মধ্যে ‘মরা গাঙ্গে ডুব সাঁতার’, ‘ক্ষমা করো শরীফার মা’সহ বেশ কয়েকটি গল্প ও প্রবন্ধ উল্লেখযোগ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সবকদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট মহানগরের জনসভা