বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম শাখার সভাপতি এ কে খান এন্ড কোম্পানী লি. ও এ কে খান ফাউন্ডেশনের পরিচালক এ কে শামসুদ্দীন খান বলেছেন, প্রবীণ নাগরিকদের জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ও একটি ওল্ড হোম নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী প্রবীণ নাগরিকদের জন্য পেনশনসহ নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। আমাদের অবশ্যই প্রবীণ নাগরিকদের যত্ন নিতে হবে। প্রবীণ নাগরিকদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে। গতকাল আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নগরীর মোহরাস্থ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এছাড়াও বক্তব্যে তিনি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম শাখাকে সহযোগিতা করার জন্য সিএমপি কমিশনার, নাটাব চট্টগ্রাম, লায়ন্স ফাউন্ডেমান ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চটগ্রামকে ধন্যবাদ জানান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার সহ–সভাপতি বাবু মতিলাল দেওয়ানজী, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি।
এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী শহীদ সরওয়ার খান, কোষাধ্যক্ষ প্রকৌশলী হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, র্নিবাহী সদস্য আইউব আলী চৌধুরী দুলাল। প্রেস বিজ্ঞপ্তি।