প্রবাসে ফিরে যাওয়ার আগের দিন ফেসবুক স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

রাউজানের হলদিয়ার প্রবাসী মোহাম্মদ রাসেলের (২৩) আজ ২৫ ডিসেম্বর প্রবাসে ফিরে যাওয়ার দিনক্ষণ ধার্য ছিল। কিন্তু গত সোমবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রাসেল রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লস্কর উজির বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, গত সোমবার মধ্যরাতে রাসেল তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন-‘কপাল খারাপ, নাকি ভাগ্য খারাপ।’ আবার অন্য স্ট্যাটাসে লিখেন-‘মৃত্যু অতি নিকটে।’ সর্বশেষ স্ট্যাটাসে তিনি লিখেন-‘কারো সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে মাফ করে দিয়েন, দোয়া করিয়েন।’

স্থানীয়রা জানান, তিনমাস আগে আমিরাত থেকে ছুটিতে দেশে এসেছিলেন রাসেল। আজ বুধবার সকালে আরব আমিরাতের উদ্দেশে বাড়ি থেকে যাত্রা করার কথা ছিল তার। তবে কেন তিনি আত্মহত্যার পথ বেচে নিয়েছেন কেউ ধারণা করতে পারছেন না।

রাসেলের বাবা রফিক পুত্র শোকে বিলাপ করে বলছিলেন, আমার ছেলে কী কারণে অত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছি না। আমার সব শেষ হয়েছে গেছে।

রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে ছেলেটি আত্মহত্যা করেছে সে প্রসঙ্গে পরিবার পক্ষ থেকে কিছু ধারণা দিচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাঁচ মাস আগে বিষপান, এবার ঝুলন্ত লাশ উদ্ধার