চট্টগ্রাম নগরীতে মো. আরাফাত নামের এক প্রবাসীর ৮০ লাখ টাকা মূল্যের সোনা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। দুবাই থেকে বৈধ উপায়ে চট্টগ্রাম বিমান বন্দর হয়ে আনা এসব স্বর্ণের মধ্যে ছিল দশ তোলা ওজনের ৮টি বার ও চারশো গ্রাম অন্যান্য স্বর্ণ। সিএমপি কমিশনার কার্যালয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছে ভোক্তভোগীর আত্মীয়। সাতকানিয়া উপজেলার বাসিন্দা দুবাই প্রবাসী মো. আরাফাতের পক্ষে তার নিকট আত্মীয় মো. সাইফুল ইসলাম মানিক গত ২২ ফেব্রুয়ারি অভিযোগটি করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ ফেব্রুয়ারি প্রবাসী মো. আরাফাত বৈধ উপায়ে দুবাইয়ের শারজাহ থেকে চট্টগ্রাম আসা এয়ার এরাবিয়া বিমানের ফ্লাইটে পরিচিত চার যাত্রী মারফৎ বৈধভাবে স্বর্ণগুলো পাঠান। ২ ফেব্রুয়ারি বিমান বন্দরে পৌঁছার পর যাত্রীরা মো. মহিউদ্দিন মহিম ও মো. রাশেদুল হককে স্বর্ণগুলো বুঝিয়ে দেয়।