প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স অর্থনীতিতে বড় অবদান রাখছে : মোতালেব

আমিরাতে সংবর্ধনা | শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

সাতকানিালোহাগাড়ার এমপি এম এ মোতালেব বলেছেন, প্রবাসীরা কষ্টার্জিত রেমিটেন্স দেশে প্রেরণ করে দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছেন। আপনারা বৈধভাবে রেমিটেন্স প্রেরণ করুন এবং দেশে বিনিয়োগ করুন। গত বুধবার রাতে শারজাহ বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাতকানিয়ালোহাগাড়া আসনের এমপি এম এ মোতালেবের সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে সাতকানিয়ালোহাগাড়াবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। প্রধান অতিথির বক্তব্যে শ্যামল দত্ত বলেন, বাংলাদেশে ৭ জানুয়ারির নির্বাচন একটা বিপ্লব। আওয়ামী লীগ একটা অনুভূতি ভালোবাসা ও বিশ্বাসের নাম। শুধু আওয়ামী লীগ করলেই হবে না। নিজেকে আওয়ামী লীগের নীতি আদর্শ অনুসরণ করতে হবে। মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও কমিউনিটির নেতা মোহাম্মদ ফরিদ রেজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনি: সহসভাপতি আইয়ুব আলী বাবুল, আবু জাফর চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ সহসভাপতি ইসমাইল গনি চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সংগঠক সেলিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য লায়ন নজরুল ইসলাম তালুকদার, রাউজান সমিতি ইউএই সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, রাউজান সমিতি আজমানের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হোসেন, আরব আমিরাত আ. লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধগুলিয়াখালি বিচ উপকূলে ২৫শ তালগাছ রোপণ
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলার রিজিওনাল ও জোনাল কনফারেন্স সম্পন্ন