সৌদি আরবের মক্কায় ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের (ডিসিএল) উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সাথে সম্প্রতি মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মো. হাকিম আলী। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, আমাদের দেশের উন্নয়নে প্রবাসীদেরও অবদান রয়েছে। শুধু তাই নয়,প্রবাসীদের অর্জিত অর্থ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। প্রবাসীদের অবদানে দেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। কাজেই সেদিক থেকে আমরা সবসময়ই প্রবাসীদের সম্মানের চোখে দেখি।
সৌদি আরবের মক্কায় একটি হোটেলের হলরুমে গতকাল রাতে প্রবাসী বাংলাদেশীদের সাথে সভায় ডায়মন্ড সিমেন্ট এর জিএম (একাউন্টস) এবিএম কামাল উদ্দিন এবং হেড অফ সেলস (চট্টগ্রাম) আবদুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল জুনায়েদ, মনির হোসেন, এমএ মোতালেব, জাহিদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ, আমানউল্লাহ সমরকান্দি, আবুল কাশেম তালুকদার, মাকসুদুল আলম, আবদুল্লাহ আল নওশাদ, শেখ মনসুর আহমেদ, নাসির উদ্দীন, রাউজান ট্রেডিং শহীদুল ইসলাম দুলাল, শেখ মো. সরওয়ার হোসেন, সাইফুল আলম সিকদার, রোকন উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












