চট্টগ্রাম তথা দেশের প্রাচীনতম সংগঠন প্রবর্তক সংঘ (বাংলাদেশ), চট্টগ্রামের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মাস্টার দা সূর্যসেন মিলনায়তনে এডভোকেট সুভাষ চন্দ্র লালার সভাপতিত্বে সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে পনের সদস্যের পরিচালনা কমিটি ঘোষিত হয়।
নতুন পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে ইন্দু নন্দন দত্ত, সহসভাপতি প্রকৌশলী প্রবীর কুমার সেন, সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, যুগ্ম সম্পাদক প্রফেসর স্বপন চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী এবং সদস্য হিসেবে তিনকড়ি চক্রবর্তী, প্রফেসর ডা. সুযত পাল, অদুল কান্তি চৌধুরী, বিজয় লক্ষী দেবী, ডা. বিদ্যুৎ বিশ্বাস, দীপংকর চৌধুরী কাজল, অধ্যাপক বনগোপাল চৌধুরী, চন্দন ধর, অধ্যাপক শ্রী রণজিৎ কুমার দে ও ডা. মনোতোষ ধরকে মনোনীত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












