নগরের প্রবর্তক মোড় থেকে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা, দোকানের সামনে ময়লা আবর্জনা স্তুপ করে রাখা ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ছয় ব্যবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্য। অভিযানে হোটেল, রেস্তোরাঁ, শপিংমল ও কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নগরবাসীর মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।