উচ্চাঙ্গ সংগীতের রসগ্রাহী, চিন্তক, লেখক-গবেষক, দেশের সংগীত জগতের উন্নয়ন প্রত্যাশী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক প্রফেসর তপনজ্যোতি বড়ুয়া পরলোকগমন করেছেন।। তিনি গত শনিবার দিবাগত রাত ২টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
প্রফেসর তপনজ্যোতি বড়ুয়া ১৯৫১ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের জামিজুরী গ্রামে। তার বাবা প্রয়াত নলিনী রঞ্জন বড়ুয়া ও মাতা প্রয়াত লীলা বড়ুয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করেন। এরপর হায়দ্রাবাদ থেকে পিএইডি ডিগ্রি অর্জন করেন।
তিনি দীর্ঘদিন ধরে ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’ এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি এবং পরবর্তীতে উপদেষ্টা হিসাবে ছিলেন। তার প্রয়াণে সদারঙ্গের পক্ষ থেকে গভীর শোক এবং শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।