প্রপাগান্ডা লিফলেট ও আবর্জনা নিয়ে উত্তর কোরিয়ার বেলুন দ. কোরিয়ায়

| বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়া প্রপাগান্ডা লিফলেট আর আবর্জনা ভর্তি করে অন্তত দেড়শ গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে। একের পর এক বেলুন এভাবে আসতে শুরু করায় দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ বাধ্য হয়ে নাগরিকদের সতর্ক করে ঘরের ভেতর অবস্থান করতে বলেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গতকাল দেওয়া এক বিবৃতিতে জনগণকে সতর্ক করে সাদা রঙের ওইসব বেলুন এবং সেগুলোতে বেঁধে দেওয়া প্লাটিকের ব্যাগ স্পর্শ করতেও বারণ করেছে। বলেছে, সেগুলোতে নোংরা বর্জ্য এবং আবর্জনা রয়েছে। খবর বিডিনিউজের।

বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ার নয়টি প্রদেশের মধ্যে আটটিতেই উত্তর কোরিয়ার পাঠানো ওইসব বেলুন পাওয়া গেছে। কর্তৃপক্ষ সেগুলো পরীক্ষা করে দেখছে।

১৯৫০ এর দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকেই উভয় কোরিয়া নিজেদের পক্ষে প্রপাগান্ডা চালাতে গ্যাস বেলুন ব্যবহার করে। বেলুন পাঠানোর সর্বশেষ এই ঘটনাটির কয়েকদিন আগে উত্তর কোরিয়া বলেছিল, দক্ষিণ কোরিয়ার আন্দোলন কর্মীরা সীমান্ত এলাকায় ‘ঘন ঘন লিফলেট এবং অন্যান্য আবর্জনা ছড়িয়ে দিচ্ছে’। যার বিরুদ্ধে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধরাফায় ইসরায়েলি অভিযান এখনও সীমালঙ্ঘন করেনি : যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধইরান সাত দিনের মধ্যে বোমা তৈরির ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম