প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এনসিসি ব্যাংকের দুই কোটি টাকা প্রদান

বন্যাদুর্গতদের সহায়তা

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দুই কোটি টাকা প্রদান করেছে। গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে ত্রাণ ও দুর্র্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের হাতে অনুদানের চেক তুলে দেন এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল আলম এফসিএস এবং জনসংযোগ বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন। এছাড়া, এনসিসি ব্যাংক পিএলসি সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতনের টাকা সরাসরি বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্রিট মিউজিকে ক্রাউড ফান্ডিং
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দফায় ওষুধসহ নানা পণ্যসামগ্রী দিল আজাদী